ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৩৩ জন নিহত!

৩ সপ্তাহ আগে
ভারতের গুজরাটে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এ খবর জানিয়েছে। এছাড়া এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আহমেদাবাদের একটি হাসপাতালে ১০০ জনেরও বেশি মানুষের মৃতদেহ আনা হয়েছে বলে রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

 

#WATCH | At least 133 people were killed after an Air India flight crashed near the Ahmedabad airport on Thursday. The incident took place when the Air India flight, carrying 232 passengers and 10 crew members, was taking off for London at 1.17 PM.#AhmedabadPlaneCrash pic.twitter.com/LNiLQVb2Nq

— News18 (@CNNnews18) June 12, 2025

 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। 

 

আরও পড়ুন: গুজরাটে দুর্ঘটনা /বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, বহু শিক্ষার্থী নিহত!

 

বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

 

সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিমানটি ঘরবাড়ির খুব কাছ থেকেই উড়ে যাচ্ছিল। এরপরই হাঠাৎই সেটি নিচে নামতে শুরু করে এবং একপর্যায়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে পরে প্রচণ্ড ধোঁয়া উড়তে দেখা গেছে। 

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

 

আরও পড়ুন: ভারতে বিমান বিধ্বস্তের নেপথ্যে কি ‘পাখির আঘাত’?

 

এদিকে জানা গেছে, বিমানটি আছড়ে পড়েছে গুজরাটের আহমেদাবাদের একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। 

 

এনডিটিভি জানিয়েছে, এতে অন্তত ৫ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানের একটি অংশ ‘বিজে মেডিকেল কলেজের’ ছাত্রাবাসের ভেতরে আটকে আছে। ছবিতে হোস্টেলের ক্যান্টিনের টেবিলে কিছু খাবারের প্লেট পড়ে থাকতে দেখা গেছে এবং ক্ষতিগ্রস্ত দেয়ালের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিছু লোকজনকে। 

 

এনডিটিভি বলছে, হোস্টেলে কমপক্ষে পাঁচজন মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

 

আরও পড়ুন: ভারতে বিমান বিধ্বস্ত /আরোহীর মধ্যে ১৬৯ ভারতীয়, বিদেশি ছিলেন ৬১ জন

]]>
সম্পূর্ণ পড়ুন