বৃহস্পতিবার (১২ জুন) এক বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত।’
আরও পড়ুন: ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৩৩ জন নিহত!
বার্তায় তিনি আরও বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভারতের জনগণ ও সরকারের পাশে আমরা আছি এবং যেকোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দিচ্ছি।’
ড. ইউনূস তার বার্তার শেষে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত নিহত ও আহতের সংখ্যা নিয়ে নির্দিষ্ট তথ্য না মিললেও ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পুরো ভারতে।
]]>