ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

৩ সপ্তাহ আগে
ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার (১২ জুন) ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ‘ফ্লাইট ১৭১’। 

 

এর প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি মর্মাহত।’

 

তিনি আরও বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার জন্য আমাদের প্রার্থনা।’ 

 

আরও পড়ুন: ভারতে বিমান দুর্ঘটনা /‘অলৌকিকভাবে’ বেঁচে গেছেন এক যাত্রী, ভিডিও প্রকাশ!

 

Saddened by the tragic crash of Air India flight near Ahmedabad today.

We extend our condolences to the families of the victims grieving this immense loss.

Our thoughts and prayers are with all those affected by this heartbreaking tragedy.

— Shehbaz Sharif (@CMShehbaz) June 12, 2025

 

মর্মান্তিক এই ঘটনার প্রতি শোক প্রকাশ করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

 

ভারতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পিপিপি চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। 

 

আরও পড়ুন: গুজরাট ট্রাজেডি /লন্ডনে স্বামীর কাছে যাওয়া হলো না খুশবুর

 

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি একটি ছাত্রাবাসে আছড়ে পড়ে।

 

বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। 

 

আরও পড়ুন: গুজরাটে দুর্ঘটনা /বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, বহু শিক্ষার্থী নিহত!

]]>
সম্পূর্ণ পড়ুন