ভারতে বিমান দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্তা

৩ সপ্তাহ আগে
ভারতের গুজরাটে বৃহস্পতিবার (১২ জুন) ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। আরোহীদের মধ্যে ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক ছিলেন বলে জানা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে আহমেদাবাদের দৃশ্যগুলোকে (বিধ্বস্ত বিমানের) ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে সামাজিক মাধ্যম এক্সে এই বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

পোস্টে তিনি লেখেন, ‘ভারতের আহমেদাবাদ শহরে অনেক ব্রিটিশ নাগরিককে বহনকারী লন্ডনগামী বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্যগুলো অত্যন্ত ভয়াবহ।’

 

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সম্পর্কে আমাকে আপডেট জানানো হচ্ছে। গভীর দুর্দশার এই সময়ে যাত্রী এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ 

 

The scenes emerging of a London-bound plane carrying many British nationals crashing in the Indian city of Ahmedabad are devastating.

I am being kept updated as the situation develops, and my thoughts are with the passengers and their families at this deeply distressing time.

— Keir Starmer (@Keir_Starmer) June 12, 2025

 

এদিকে, ভারতে বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে খবর পাওয়া গেছে। 

 

আরও পড়ুন: ভারতে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই: রিপোর্ট

 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের কোনো আরোহী বেঁচে নেই। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। 

 

স্থানীয় পুলিশপ্রধান জিএস মালিক জানিয়েছেন, উড়োজাহাজটিতে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জিএস মালিক জানান, আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ায় কিছু স্থানীয় বাসিন্দারও মৃত্যু হতে পারে। 

 

তবে সব আরোহীর মৃত্যুর ব্যাপারে এখনো বিস্তারিত বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

 

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। 

 

আরও পড়ুন: গুজরাটে দুর্ঘটনা /বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, বহু শিক্ষার্থী নিহত!

 

বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন