ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে এই পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয় বলে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
সেই অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে বলে জানা গেছে।
সাধারণত এক্স হ্যান্ডেলে কোনো দেশের সরকার বিভিন্ন সরকারি বিবৃতি, সরকারের বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান ঘোষণা করে। পাকিস্তানের সরকারি এক্স হ্যান্ডেল এতদিন ভারতে দেখা যেত। বৃহস্পতিবার থেকে সেটা আর দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: বন্দর ছেড়ে হঠাৎ আরব সাগরের পথে কেন ভারতীয় রণতরী?
এর আগে বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) জরুরি বৈঠক। আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি সাংবাদিকদের সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন।
এদিকে পহেলগাম হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ, সব ব্যবসা স্থগিত
]]>