ওই কর্মকর্তা জানান, পুনের বাসিন্দা শিবানী দাবল এবং তার নেপালি প্রশিক্ষক সুমল নেপালি (২৬) দুর্ঘটনায় নিহত হন।
সংবাদ সংস্থা পিটিআই একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কেরি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:ভারতে মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন, ছুটে পালালেন ভক্তরা
কর্মকর্তা বলেন, শিবানী দাবল অবৈধভাবে পরিচালিত একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস কোম্পানির হয়ে প্যারাগ্লাইডিং করছিলেন।
জানা গেছে, প্যারাগ্লাইডার পাহাড় থেকে উড্ডয়নের পরপরই একটি খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় কোম্পানির মালিক শেখর রায়জাদার বিরুদ্ধে মান্দ্রেম থানায় একটি মামলা করা হয়েছে।
হিমাচল প্রদেশের কাংড়া ও কুল্লু জেলায় ২৪ ঘণ্টার মধ্যে দুটি আলাদা প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যুর এক দিন পর এ ঘটনা ঘটল।
আরও পড়ুন:বাবার পছন্দে রাজি না হওয়ায় বিয়ের আগেই মেয়েকে গুলি করে হত্যা
পুলিশ জানিয়েছে, হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত পর্যটকরা গুজরাট ও তামিলনাড়ুর বাসিন্দা।