ভাবুন তো- ভারতের মাটিতে ক্রিকেট খেলছেন লিওনেল মেসি! কেমন হবে ব্যাপারটা? আশ্চর্যজনক হলেও সত্যি। এমন এক খবরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। শচীন-কোহলিদের সঙ্গে মুম্বাইয়ে মাঠ মাতাবেন মেসি।
২০২২ ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের পর থেকেই গুঞ্জন, ভারত সফরে আসবেন মেসি। প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি ভক্তদের সঙ্গেও দেখা করবেন। সেলফি-অটোগ্রাফ শিকারিদের আবদার মেটাবেন। এমন একটা দিনের অপেক্ষায় ভারতবাসী। আর এলএমটেনের ইন্ডিয়া সফরের সম্ভাবনা তৈরি হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশিরাও। মেসি ও আর্জেন্টিনা দলের যে অগণিত ভক্ত-সমর্থক রয়েছে এদেশে। কাতার বিশ্বকাপ চলাকালীন যা দেখেছে গোটা ফুটবল দুনিয়া। মেসির উপস্থিতিতে নিশ্চিতভাবে যে উন্মাদনা পৌঁছে যেত তুঙ্গে।
ফুটবল পায়ে জাদু দেখাতে ভারত কিংবা বাংলাদেশ- কোথাও আদতে আসবেন কি না মেসিরা, তা এখনও অনিশ্চিত। এর মাঝেই আরেক খবর- ক্রিকেট খেলতে ইন্ডিয়ায় আসছেন লিও এবং সেটা এবছরই। সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর এবং ভেন্যু মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়াম।
আরও পড়ুন: মায়ামির সঙ্গে আরও তিন বছরের চুক্তি করতে পারেন মেসি
ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, স্বনামধন্য একটি এজেন্সি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়াম চেয়ে চিঠি পাঠিয়েছে। সেসময় নাকি ভারতে প্রচারণামূলক সফরে থাকবেন লিওনেল মেসি। টিম ইন্ডিয়ার সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়ের গ্রাউন্ড ওয়াংখেড়েতে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীকে ব্যাট হাতে দেখার বড়সড় সম্ভাবনা রয়েছে। সেভেন-আ-সাইড ম্যাচে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেটের মহাতারকাদের। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আয়োজকরা।
আরও পড়ুন: ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার কথা ভেবেছিলেন চাহাল
এর আগে, ২০১১ সালে দক্ষিণ এশিয়া সফরে এসেছিলেন মেসি। কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে এবং ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে, পাক্কা ১৪ বছর পর আবারও আলবিসেলেস্তে সুপারস্টারের খেলা গ্যালারিতে বসে উপভোগের সুযোগ পাবেন উপমহাদেশের দর্শকরা। সবকিছু ঠিক থাকলে ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারত সফর করবেন মেসিরা। মুম্বাইয়ের পাশাপাশি যাবেন নয়াদিল্লি ও কলকাতায়। আর এই খবরে নতুন করে আশাবাদী হয়ে উঠছেন আর্জেন্টিনা টিমের বাংলাদেশি ভক্তরা।
]]>