ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে ধর্মশালা (হিমাচল প্রদেশ), লেহ, জম্মু ও শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), অমৃতসর (পাঞ্জাব), বিকানের (রাজস্থান) এবং দিল্লি এনসিআরের হিন্ডন।
ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিমান সংস্থা কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এটি সম্পর্কে জানিয়েছে।
আরও পড়ুন:ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা: এখন পর্যন্ত যা যা ঘটল
পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি অবকাঠামোতে সুনির্দিষ্ট হামলা চালানোর ভারতের ঘোষণার পর এই পরিষেবা স্থগিত করা হয় বলে জানানো হয়েছে।।
এদিকে, স্পাইসজেট জানিয়েছে, উত্তর ভারতের কিছু অংশের বিমানবন্দরগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রয়েছে। এর ফলে যাত্রা, আগমন এবং পরবর্তী ফ্লাইটগুলো প্রভাবিত হতে পারে। যাত্রীদের সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করার এবং ফ্লাইটের অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেয়া হচ্ছে।
এদিকে, ভারতের ‘অপারেশন সিন্দুরের’ প্রতিক্রিয়ায় পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
২২ এপ্রিল কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে বুধবার ভোরে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে ভোরেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেয়া ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।
আরও পড়ুন:পাকিস্তানের দুটি মসজিদেও হামলা চালিয়েছে ভারত!
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>