সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ও পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম দিন ব্যাটারদের ব্যর্থতায় ১৮৫ রানে আউট হলেও, দ্বিতীয় দিনে বোলাররা চমক দেখিয়ে দলকে ৪ রানের লিড এনে দিয়েছে।
তবে স্বস্তির দিনে বড় অস্বস্তি অধিনায়ক ও দলের তারকা পেসারের ইনজুরির শঙ্কা। দ্বিতীয় দিনের শুরু থেকেও চনমনে ছিলেন বুমরাহ। আগের দিন উসমান খাজাকে আউট করার পর আজ শুরুতে সাজঘরের পথ ধরান মার্নাস লাবুশেনকে।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন, কারা থাকছেন না
এদিন মধ্যাহ্ন বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বুমরাহ কোথায় এবং কীভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতের পক্ষ থেকেও কিছু জানা যায়নি। সাজঘরে তাকে পরীক্ষা করেন ভারতের টিম চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি।
বুমরাহ মাঠ ছাড়লেও তার অনুপস্থিতি টের পেতে দেননি মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও নীতিশ কুমার রেড্ডি। তিন পেসার মিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছে। তাতে ১৮১ রানে থেমেছে অজিদের প্রথম ইনিংস।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামিয়ে লিড ভারতের
২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত, সিরিজ সমতায় ফিরতে সিডনিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।