ভারতীয় মন্ত্রীকে ঘিরে ফেলে মারধরের চেষ্টা, ১ কিলোমিটার ধাওয়া!

১ সপ্তাহে আগে
গত সপ্তাহে এক সড়ক দুর্ঘটনায় নিহত নয়জনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতের বিহারের পল্লী উন্নয়ন মন্ত্রী শ্রাবণ কুমার। কিন্তু, সেখানে গিয়ে তিনি ক্ষুব্ধ গ্রামবাসীর ধাওয়া এবং আক্রমণের মুখে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

কর্মকর্তাদের মতে, শ্রাবণ কুমার বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয় একজন বিধায়ককে নিয়ে যোগীপুর মালাওয়ান গ্রামে গিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। কিন্তু তাদের পৌঁছানোর কয়েক মিনিট পরেই, গ্রামবাসীদের একটি বিশাল দল তাদের ঘিরে ফেলে - যারা মন্ত্রীর বিলম্বিত সফরের জন্য ক্ষুব্ধ ছিল বলে অভিযোগ।

 

স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি ‘কোনো সংবেদনশীলতা দেখাননি’ এবং এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণও দেয়া হয়নি।

 

এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী রাজনীতিবিদদের ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হন। তবে এই ঘটনায় মন্ত্রীর দেহরক্ষী আহত হন। তাকে দ্রুত ইলিশ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

 

আরও পড়ুন: ‘ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো’, লেখা ছিল বন্দুকে!

 

কর্মকর্তারা আরও জানান, ওই রাজনীতিবিদরা যখন তাদের গাড়িবহর নিয়ে চলে যান, তখনও গ্রামবাসীরা তাদের তিনটি গাড়ি প্রায় এক কিলোমিটার ধরে ধাওয়া করে।

 

পরে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

 

জেডি (ইউ)-এর মুখপাত্র ধনঞ্জয় দেব বলেন, স্থানীয়রা ওই রাজনীতিকের কাজের ধরণে ক্ষুব্ধ ছিলেন।

 

সূত্র: এনডিটিভি

 

]]>
সম্পূর্ণ পড়ুন