ভারতকে জিতিয়ে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে সিরাজ, বড় লাফ প্রসিধ কৃষ্ণার

১ সপ্তাহে আগে
সম্প্রতি ওভালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ ড্র করেছে ভারত। এই জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ সিরাজ। দুর্দান্ত বোলিংয়ের পর টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। সদ্য প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী ১২ ধাপ এগিয়ে সিরাজের অবস্থান এখন ১৫ নম্বরে, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান।

ওভালে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে বল হাতে দারুণ ভূমিকার রাখেন সিরাজ। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন মোট ৯ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই নিয়েছেন ৫টি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই পেসার। 

 

ওভাল টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল স্রেফ ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। তবে পঞ্চম দিনের সকালে সিরাজের আগুনে বোলিংয়ের সামনে টিকতে পারেননি ইংল্যান্ডের বাকি ব্যাটাররা। ৪ উইকেটের মধ্যে সিরাজ একাই নেন ৩টি। শেষ পর্যন্ত ৬ রানের শ্বাসরুদ্ধকর এক জয় পায় ভারত। 

 

সে ম্যাচে নজর কেড়েছেন ভারতের আরেক পেসার প্রসিধ কৃষ্ণা। দুই ইনিংসে এই পেসার নিয়েছেন মোট ৪টি করে উইকেট। এমন পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন প্রসিধ। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ৫৯তম। এটিই তার ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং। 

 

আরও পড়ুন: সব খেলোয়াড়ের প্রথম অগ্রাধিকার জাতীয় দল: সোহান

 

সিরাজ ও প্রসিধ কৃষ্ণা মিলে এক টেস্টের দুই ইনিংসেই ৪ বা তার বেশি উইকেট নিয়ে বিরল এক কীর্তিও গড়েছেন। ৫৬ বছর আগে ভারতের হয়ে এমন কীর্তি গড়েছিলেন বিষান সিং বেদি এবং এরাপাল্লি প্রসন্ন। ১৯৬৯ সালে সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। 

 

অন্যদিকে টেন্ডুলকার-অ্যান্ডারসন টেস্ট সিরিজের শেষ ম্যাচ হারলেও বল হাতে দারুণ করেছেন দুই ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং। এই দুই পেসার শিকার করেন ৮টি করে উইকেট। প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকেছেন অ্যাটকিনসন। যৌথভাবে তিনি আছেন দশম স্থানে। অন্যদিকে জশ টাং এগিয়েছেন ১৪ ধাপ, র‌্যাঙ্কিংয়ে ৪৬ তম স্থানে উঠে এসেছেন তিনি। 

 

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দারুণ পারফর্ম করেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ৯ ‍উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট ছুঁয়েছেন তিনি। তার রেটিং এখন ৮১৭। 

 

আরও পড়ুন: রোহিতের থেকে ওয়ানডের অধিনায়কত্ব নিতে প্রস্তুত গিল: কাইফ

 

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ওভালে দারুণ এক সেঞ্চুরিও করেছিলেন এই ব্যাটার। একই টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তিনি এগিয়েছেন এক ধাপ, বর্তমানে আছেন দ্বিতীয় স্থানে। তিনে নেমে গেছেন কিউই ব্যাটার কেইন উইলিয়ামসন। 

 

ভারতের বাঁহাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল এগিয়েছেন তিন ধাপ। বর্তমানে তার র‌্যাঙ্কিং ৫ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করা ড্যারিল মিচেল এগিয়েছেন ৪ ধাপ, তার র‌্যাঙ্কিং ৯ নম্বর। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ড সফরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করেছেন এই অলরাউন্ডার।

]]>
সম্পূর্ণ পড়ুন