ভারতকে ছাড়াই ৪ দলকে নিয়ে কিংস অ্যারেনায় নারী সাফ

৩ সপ্তাহ আগে
সংস্কারের পর ফুটবল আবারও ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। চলতি মাসের শুরুতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচও হয়েছে এই স্টেডিয়ামে। তবে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ম্যাচগুলো এই স্টেডিয়ামে আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

ঘরের মাঠে আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামের ঘাস নিয়ে পুনরায় কাজ করার পরিকল্পনা থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

 

এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘সাফ অ-২০ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল হলেও মাঠের ঘাস নিয়ে পুনরায় কাজ হবে, এজন্য কিংস অ্যারেনায় নারী টুর্নামেন্ট আয়োজন হবে।’

 

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী হোম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। এই ম্যাচটি চট্টগ্রামে আয়োজন করার কথা ভেবেছিল বাফুফে। তবে তবে নিরাপত্তা, টিকিট বিক্রি ও নানা বিষয় বিবেচনা করে ঢাকাতেই রাখা হচ্ছে ভেন্যু। এদিকে, বিদেশি বিশেষজ্ঞ এনে ঘাসের কাজ করাতে ২-৩ মাস সময় প্রয়োজন। তাই জুলাইয়ে নারী টুর্নামেন্ট জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে কিংস অ্যারেনায় করবে বাফুফে।  

 

আরও পড়ুন: ভারত থেকে সরে যেতে পারে এশিয়া কাপ

 

বাংলাদেশ জাতীয় নারী এবং পুরুষ দলের কিংস অ্যারেনায় খেলার অভিজ্ঞতা আছে অনেক। ক্লাব ও জাতীয় দল সব মিলিয়ে ২০টির মতো ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে। অবশ্য আন্তর্জাতিক টুর্নামেন্ট কখনোই হয়নি। এবার সাফ অ-২০ নারী আসর দিয়ে টুর্নামেন্টের একক কেন্দ্রীয় ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে কিংস অ্যারেনার।  

 

আগামী ১১-২২ জুলাই হবে নারী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট। সাফ সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে অংশ নিতে চাচ্ছে না ভারত। ফলে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান চার দেশ নিয়েই হবে টুর্নামেন্ট। ভারত টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় টুর্নামেন্টের ফরম্যাট এখনও চূড়ান্ত হয়নি। চার দল একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ খেলে শীর্ষ দুই ফাইনাল অথবা প্রতি দল দুই বার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ পয়েন্টধারী চ্যাম্পিয়ন। এই দুটির একটি কিছুদিনের মধ্যে চূড়ান্ত করবে সাফ। 

]]>
সম্পূর্ণ পড়ুন