আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ছিল বিসিবির বিশ্বকাপ প্রস্ততির পরিকল্পনারই অংশ। তবে হুট করে ভারত সিরিজ পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে নিয়ে গেছে। ওই সময়ে বিসিবি অন্য কোনো সিরিজ আয়োজন করবে কি না, এমন প্রশ্ন ছিল অনেকের মধ্যে।
বিসিবি অবশ্য ওই ফাঁকা সূচিটাতে খেলোয়াড়দের বিশ্রাম দিতে চায়। কারণ লম্বা সময় ধরে খেলোয়াড়রা মাঠেই আছেন। আগামী বছরও বেশিরভাগ সময় খেলার মধ্যেই থাকতে হবে। তাই ওই সময়ে আর সিরিজ রাখা হয়নি।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, ‘খেলোয়াড়দের বিশ্রাম লাগবে। আপনারা দেখেছেন আমাদের খেলোয়াড়রা কী পরিমাণ ক্রিকেট খেলছে। আগামী ১ বছরও যে পরিমাণ ক্রিকেট আছে, আমার মনে হয় খেলোয়াড়দের বিশ্রাম লাগবে।’
আরও পড়ুন: প্রায় দুই বছর পর বাংলাদেশের একাদশে নাইম
এদিকে বিপিএলের ড্রাফটের আগেই এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি৷ এই টুর্নামেন্টে খেলোয়াড়দের সম্ভাবনা দেখেই বিপিএলের ড্রাফট তৈরি করা হবে। আজ (১০ জুলাই) বিসিবির সভা শেষে এই কথা জানান বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম।
তিনি বলেন, ‘গতকালকে ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আগামী বছরের ক্যালেন্ডার নিয়ে মিটিং করেছি এবং ড্রাফট পরিকল্পনা ঠিক করেছি। আমাদের সকলের পরিকল্পনা অনুযায়ী এনসিএল টি-টোয়েন্টি আগে করছি। কারণ হলো এনসিএল টি-টোয়েন্টি দেখে আমরা সিদ্ধান্ত নিব কোন কোন খেলোয়াড় বিপিএলের ড্রাফটে যাবে। অনেক সময় আমরা তালিকা দেখে ড্রাফট করি। এতে করে বিপিএলের যে উদ্দেশ্য, তা গড়ে উঠে না। এজন্য লোকাল ক্রিকেটারদের বিপিএলে দল পাওয়ার মঞ্চ হতে পারে।’