সোমবার (১২ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘ভারত-পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা সন্ধ্যায় টেলিফোনে কথা বলবেন।’
এর প্রাথমিক সময় নির্ধারণ ছিল সোমবার দুপুর। কেন এই বিলম্ব তা জানানো হয়নি।
আরও পড়ুন:যুদ্ধবিরতির দুই দিন পর তিন বাহিনীর প্রধানদের নিয়ে কেন জরুরি বৈঠকে মোদি
ফোনালাপে যুদ্ধবিরতির পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করোর কথা রয়েছে দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের।
আলোচনার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
এদিকে, ভারতীয় সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তে সাম্প্রতিক দিনগুলোর মধ্যে প্রথম শান্তিপূর্ণ একটি রাত কেটেছে। কারণ রাতভর কোনো বিস্ফোরণ বা প্রজেক্টাইলের খবর পাওয়া যায়নি।
দুই পক্ষের মধ্যে চার দিনের তীব্র হামলা এবং ওয়াশিংটনের কূটনীতি ও চাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দেন।
এর আগে সোমবার, ভারত সংঘর্ষের সময় সামরিয়ক বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা বেসামরিক কার্যক্রমের জন্য উন্মুক্ত আছে। পাকিস্তান শনিবার তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।
আরও পড়ুন:কাশ্মীরিরা যে সিদ্ধান্ত নেবে পাকিস্তান তা সমর্থন করবে: রাষ্ট্রদূত
]]>