ভারত-পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি, ৭৯ জনের মৃত্যু!

৬ দিন আগে
নিয়ন্ত্রণে আসছে না পাকিস্তানের বন্যা পরিস্থিতি। দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে ভারতের হিমাচল প্রদেশেও। এরইমধ্যে প্রদেশটিতে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টানা বৃষ্টিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। আকস্মিক এ বন্যায় শুধুমাত্র সোয়াত উপত্যকাতেই ভেসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের হাজার হাজার বাসিন্দা। 

 

পাঞ্জাব প্রদেশে বন্যার পানির তোড়ে বাড়ির ছাদ ও দেয়াল ধসে প্রাণ গেছে অনেকের। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশেও বেড়েছে হতাহত।

 

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কিছুদিন অব্যাহত থাকবে ভারি বৃষ্টিপাত। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

 

আরও পড়ুন: চীনে বন্যায় ৬ জনের প্রাণহানি, হাজার হাজার বাস্তুচ্যুত

 

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের হিমাচল প্রদেশেও। বাড়ছে মৃতের সংখ্যা। টানা বর্ষণ ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। সবচেয়ে ভয়াবহ অবস্থা শিমলা, কাংগ্রা ও সিমোর জেলায়। 

 

প্রাথমিক হিসাবে এ পর্যন্ত আর্থিক ক্ষতি ৬৫০ কোটি রুপিরও বেশি, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। এমন পরিস্থিতিতে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ।

 

এদিকে, কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে বন্যা পরিস্থিতি। দুলিউ নদীতে পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও রোববার (২৯ জুন) সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। প্রদেশজুড়ে চলছে পুনর্বাসন প্রক্রিয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন