ভারত-পাকিস্তান যুদ্ধে প্রভাব পড়েনি বাংলাদেশের বাণিজ্যে

৪ দিন আগে
ভারত-পাকিস্তান যুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের বাণিজ্যে। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানির পাশাপাশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত পথ ও ইমিগ্রেশনে নজরদারি বৃদ্ধি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১০ মে) দিনভর ভারত থেকে আমদানি হয়েছে ৪৯০ ট্রাক পণ্য। আর বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ১৮২ ট্রাক। এ দিন ২১১ জন পাসপোর্টধারী যাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করেছেন।


এ দিকে যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করলে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েনে যেকোনো মুহূর্তে বাণিজ্য বন্ধ হতে পারে এমন শঙ্কা রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় শঙ্কা ও উদ্বেগের কারণ হতে পারে। তবে ব্যবসায়ী মহল মনে করছে যুদ্ধ বন্ধ হলে সেটি সবার জন্য মঙ্গল।


আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দরে রফতানি বাণিজ্য স্বাভাবিক


ভারত থেকে আসা যাত্রী দিপঙ্কর জানান, ওপারে বিএসএফ নজরদারি বাড়িয়েছে। ভারতে আসা ও যাওয়ার পথে যাত্রীদের ব্যাগেজ তল্লাশির পাশাপাশি সন্দেজনক লোকজনের দেহ তল্লাশি করছে।


বেনাপোল আমদানি, রফতানি সমিতির সহসভাপতি জিয়াউর রহমান জানান, যুদ্ধের কোনো প্রভাব বাণিজ্যে পড়েনি। তবে এটি দীর্ঘদিন ধরে হলে বিরূপ প্রভাবের শঙ্কা রয়েছে। যদিও দুই দেশের যুদ্ধ স্থাগিতের ঘোষণা শোনা গেছে।


আরও পড়ুন: ৬ দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে হিলি স্থলবন্দরে


বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। তবে ভিসা প্রদান কমে যাওয়ায় বাণিজ্য সম্পাদন ও যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটছে।

]]>
সম্পূর্ণ পড়ুন