সোমবার (১২ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করেছি। আমার মনে হয় এটি একটি খারাপ পারমাণবিক যুদ্ধ হতে পারত, লক্ষ লক্ষ মানুষ নিহত হতে পারত। তাই আমি এতে খুব গর্বিত।’
এক্ষেত্রে বাণিজ্যও একটি বড় কারণ বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র-চীন, ৯০ দিনের জন্য স্থগিত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির পর ভারত ও পাকিস্তানকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।’ যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র বড় ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।
এর আগে শনিবার বিকেলে আকস্মিকভাবে ট্রাম্প ঘোষণা করেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বলেন, দীর্ঘ রাত ধরে ভারত-পাকিস্তানের নেতৃত্বের সাথে আলোচনা করার পর যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি।
আরও পড়ুন: ভারত-পাকিস্তানের সামরিক অভিযান প্রধানদের আলোচনা পেছাল
]]>