শনিবার (১০ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
কিছুক্ষণ পরই নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। এরপর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারত এবং পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার ‘কোনো সিদ্ধান্ত নেই’, বলছে ভারত
যুদ্ধবিরতির খবর শুনে জম্মুর শ্রীনগরের বাসিন্দা ২৫ বছর বয়সি তরুণী রুমাইসা জান, যার আগামী সপ্তাহে বিয়ে হওয়ার কথা, তিনি আল জাজিরাকে বলেন, ‘যা ঘটছে তা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। এত এত প্রাণহানির পর এটাই সবচেয়ে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত। আমরা শান্তি চাই এবং এই সমস্ত শত্রুতার অবসান চাই।’
শ্রীনগর শহরে একটি ট্রাভেল এজেন্সির পরিচালক ফিরদৌস আহমেদ শেখ প্রতিবেশী দুই দেশ কাশ্মীরকে ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত করায় হতাশা প্রকাশ করেন। তার কথায়, ‘আমার একমাত্র ভয় হলো, ভবিষ্যতে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। এই দুই দেশকে (ভারত ও পাকিস্তান) একসাথে বসে চিরকালের জন্য কাশ্মীরের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। আমি দেয়া করি, আমাদের সন্তানদের যেন আর এমন সময় দেখতে না হয়।’