মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে জি টু জি পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে।
এতে ব্যয় হবে ২৪১ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৯৫ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৯ এর আওতায় ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।
প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৫৫.৭৭ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২১৭ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ৬৬৫ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া বৈঠকে কয়েক ধরনের সার, সয়াবিন তেল, রাইস ব্রাণ অয়েল ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·