রোববার (২০ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৫নং পিলারসংলগ্ন এলাকায় বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকে তাদের ফেরত দেয়া হয়।
আটকরা হলেন: বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী এলাকার মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে মো. শফিকুল (২৪) বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মো. রেহান (১৯), বারাসাত গ্রামের পিন্টর ছেলে মো. নাইম (১৭), একই গ্রামের মো. হামিদুলের ছেলে মো. আলামিন (১৭),সুতকিয়াপাড়া গ্রামের লোসিরের ছেলে মো. রাসে (২১), মুরমুলা গ্রামের মো. দামিহ উদ্দিনের ছেলে মো. আনোয়ার (২২)।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ২ বাংলাদেশি নারী আটক
বিজিবি জানায়, প্রায় দুই বছর আগে থেকে তারা ভারতে বসবাস করতো। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক। সেখানে একটি সুতার মিলে কাজের জন্য হিলি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে ১৯ জুলাই ভারতের অভ্যন্তরে হরিয়ানা জেলায় বসবাস করা অবস্থায় ভারত হতে বাংলাদেশে দালাল চক্রের মাধ্যমে ভোর রাতে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে।
এ সময় ভারতের ১৮৪ সোনামতি বিএসএফ সদস্যারা তাদের আটক করে। পরে বিএসএফের পক্ষ থেকে বিষয়টি বিজিবিকে অবগত করা হয়। বিজিবি বিভিন্নভাবে তাদের পরিচয় নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর করে বিএসএফ।
আরও পড়ুন: রাতের আঁধারে ভারতে গরু আনতে গিয়ে ‘নিখোঁজ’ বাংলাদেশি
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ সময় সংবাদকে জানান, তারা অবৈধ পথেই ভারতে গিয়েছিল দুই বছর আগে। বৈধ পাসপোর্ট না থাকায় অবৈধভাবে দালাল চক্রের মাধ্যমে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরতের চেষ্টা চালায়। পরে তাদের আটক করে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে ছয় বাংলাদেশিকে হস্তান্তর করার পর রানীশংকৈল থানা পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে। তারা আইনি প্রদক্ষেপ নেবে।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশেরে সময় আটক বাংলাদেশিদের বিরুদ্ধে দ্রুতই আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।