কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আব্দুল্লাহ সময় সংবাদকে বলেন, মিনহাদুল হাসান রাফি একদিন আগেই ভারতের কলকাতা থেকে গোপনে বাংলাদেশে প্রবেশ করে এবং কুমিল্লায় আসেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে নজরদারিতে রাখে এবং ফেনীর মহিপাল থেকে গ্রেফতার করে।
আরও পড়ুন: সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের দুই নেতা গ্রেফতার
তিনি আরো জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত চারটি মামলায় রাফির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হাতেনাতে আটক
উল্লেখ্য, মিনহাদুল হাসান রাফি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
]]>