শনিবার (১০ মে) জামালপুরের মাদারগঞ্জ বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে দুদু এ কথা বলেন।
তিনি বলেন, ‘যারা ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে মাতামাতি করছেন, তারা বাংলাদেশের নির্বাচনকে অন্যদিকে নিতে চান বলে মন্তব্য করেন তিনি।
দুদু বলেন, ‘মানুষের হাস্যোজ্জ্বল মুখ; তারা বলছেন দেশে আসছে শুভদিন ধানের শীর্ষে ভোট দিন। তারা উদগ্রীব হয়ে আছেন; তারা গণতন্ত্রের স্বপক্ষে একটা সিল দিতে চান। তারা বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চান।’
আরও পড়ুন: আমরাও চাই দ্রুত সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এ রকম আর কোনো অবরুদ্ধ পাটি, আমি উনাদেরকেও ছোট করছি না। কোনো দলকে সমালোচনা করছি না; আমার মনে হয়েছে বিধাতার সৃষ্টি মহান আল্লাহ সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি বাঁচিয়ে রেখেছেন, আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব তার ওপরে যেন বর্তায়; এ জন্য।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘এমন একটা আন্দোলন নেই, এমন একটি বিক্ষোভ নেই- যেখানে জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গসংগঠন ছিল না। বাংলাদেশে একটি মাত্র দল ৬০ লাখ আসামি পৃথিবীর আর কোনো দেশে কোনো রাজনৈতিক দল শুধু গণতন্ত্র রক্ষার জন্য এতো মামলা এতো নির্যাতন কষ্ট এর আগে মুখোমুখি হয়েছেন আমি দেখি নাই।’
আরও পড়ুন: যারা বলছে দলকে ক্ষমতায় আনতে অভ্যুত্থান করেনি, তাদের রাজনীতি হতাশ করেছে: দুদু
উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানেন সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, মোস্তাফিজুর রহমান বাবুল, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান।
সম্মেলনে অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি এবং মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।