ভারত অধিকৃত কাশ্মীরে ‘অজানা’ বিমান বিধ্বস্ত!

৩ দিন আগে
ভারত অধিকৃত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে স্কুল ভবনের ওপর একটি ‘অজানা’ বিমান বিধ্বস্ত হয়েছে।

পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার (৭ মে) ভোরে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়।

 

পাম্পোর এলাকার দক্ষিণ উয়ান গ্রামের (যেখানে ঘটনাটি ঘটেছে) স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ দার বলেন, ‘আকাশে প্রচণ্ড আগুন জ্বলছিল। তারপর আমরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পাই।’ 

 

আরও পড়ুন: খাজা আসিফের দাবি /তিনটি নয়, ভূপাতিত হয়েছে ভারতের ৫ যুদ্ধবিমান

 

জানা গেছে, আগুন নেভাতে দমকলকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা লড়াই করে। ঘটনার পরপরই পুলিশ ও সামরিক কর্মকর্তারা এলাকাটি সিল করে দেন।

 

তবে একজন ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং পাইলটকে হাসপাতালে নেয়া হয়েছে।

 

এটি উয়ান গ্রামের দুর্ঘটনার মতো একই ঘটনা কিনা তা স্পষ্ট নয়।

 

এর আগে একজন পাকিস্তানি কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

 

আরও পড়ুন: ভারতীয় ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিলো পাকিস্তান!

 

যদিও স্থানীয় প্রশাসন পরে দাবি করেছে যে, পাকিস্তানি বাহিনী গুলিতে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন