বৃহস্পতিবার (৫ জুন) বিকালে দলের প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মনিরুল হক জোমাদ্দারের নিকট তারা পদত্যাগ পত্র জমা দেন তারা।
পদত্যাগকরা অন্যান্য নেতারা হলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান দুলাল মল্লিক, মিজানুর রহমান সেন্টু মোল্লা, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মনির সরদার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির কৃষি বিষয়ক সম্পাদক আমীর হোসেন মল্লিক ও উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা মনির তালুকদার।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জানান, ‘আমরা আমাদের ব্যাক্তিগত কারণে পদত্যাগ করেছি।’
আরও পড়ুন: পিরোজপুরে হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার
সভাপতি মনিরুল হক জোমাদ্দার জানান, বিকেলে দলের বিভিন্ন পদের ১০ নেতার পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছে। দলের চেয়ারম্যানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
]]>