রোববার (১৯ জানুয়ারি) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে ভর্তি পরীক্ষায় বহাল থাকা কোটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি বলেন, ভর্তি পরীক্ষায় এখনো কিসের কোটা? আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে। ফুলস্টপ।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
এর আগে রোববার বিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপরই কম নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকে।
জানা যায়, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় আসন আছে ৩০৮টি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও এখনও কেন বহাল রয়েছে কোটা ব্যবস্থা তা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
]]>