জেলেনস্কি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমাদের জন্য রাশিয়া এত দুর্ভোগ বয়ে আনলেও তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। আর সেই মূল্যবান জিনিস হলো ইউক্রেনীয়দের হৃদয়, একে অপরের প্রতি বিশ্বাস ও ঐক্য।’
পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেন, ‘আজ, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, তার ধ্বংস (মৃত্যু) হোক।’
ইউক্রেন যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনার খসড়াও দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপের পক্ষ থেকে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তার প্রস্তাব দেয়া হয়েছে। দোনবাসে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়টিও উল্লেখ করেছেন খসড়ায়।
আরও পড়ুন: ইউক্রেনের ওডেসায় কেন হামলা বাড়াচ্ছে রাশিয়া?
এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মাঝেও থেমে নেই ইউক্রেনজুড়ে রুশ হামলা। ইউক্রেনজুড়ে চলছে রুশ অভিযান। নতুন অঞ্চল দখলে নেয়ার মিশনে এগিয়ে যাচ্ছে পুতিন বাহিনী। এরই ধারাবাহিকতায় এবার দোনেৎস্কের রোদিনস্ক এলাকায় বড় অগ্রগতির দাবি করেছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে আকাশপথে হামলা ও স্থলপথে সেনা চলাচলের দৃশ্য দেখানো হয়। বুধবার সুমি অঞ্চলেও ব্যাপক হামলা চালায় রাশিয়া। এতে সেখানে কয়েকজন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার।
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·