বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে ডর্টমুন্ডে জোব বেলিংহ্যাম

৩ সপ্তাহ আগে
ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহামে খেলার সময়ই জুড বেলিংহ্যামের প্রতিভার কথা শোনা গেলেও পরিপূর্ণ ফুল হয়ে ফুটেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেয়ার পর। জার্মান জায়ান্ট ক্লাবটিতে তিন মৌসুম খেলে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। এবার বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করলেন ছোটভাইও।

সদ্য সমাপ্ত মৌসুমে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে প্লে-অফের ফাইনালে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রোমোশন পেয়েছে সান্ডারল্যান্ড। সেই দলেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন জোব বেলিংহ্যাম। চলমান গ্রীষ্মকালীন দলবদলে সান্ডারল্যান্ড ছাড়লেন এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের এই ছোটভাই যোগ দিয়েছেন বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে।


পাঁচ বছরের চুক্তিতে জোব'কে দলে ভেড়াতে ডর্টমুন্ডকে খরচ করতে হয়েছে ৩২ মিলিয়ন ইউরো (প্রায় ৪৪৭ কোটি ৩০ লাখ টাকা)। তবে কিছু শর্তপূরণ সাপেক্ষে ভবিষ্যতে অতিরিক্ত আরও ৫ মিলিয়ন ইউরো বেশি খরচ করতে হতে পারে জার্মান ক্লাবটিকে।


আরও পড়ুন: ‘তুমি বড্ড বেশি কথা বলো’


১৯ বছর বয়সী জোব ২০২৩ সাল থেকে ব্ল্যাক ক্যাটসদের হয়ে খেলেছেন। এ সময়ে ক্লাবটির হয়ে ৯০টি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে সান্ডারল্যান্ডের প্রিমিয়ার লিগ প্রোমোশনে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি।


 

২০২০-২৩ পর্যন্ত ডর্টমুন্ডের হয়ে খেলেছেন বেলিংহ্যাম। ছবি: ডর্টমুন্ড


তবে বড় ভাই জুডের মতো জোবও ক্যারিয়ার শুরু করেছিলেন বার্মিংহাম। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসে দুই বছর সিনিয়র পর্যায়েও খেলেছেন। এরপর বড়ভাই জুড বার্মিংহাম ছেড়ে ডর্টমুন্ডে যোগ দিলে তিনি সান্ডারল্যান্ডে যোগ দিয়েছিলেন।


গত মৌসুমে জোব চ্যাম্পিয়নশিপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। ডর্টমুন্ডে যোগ দেয়ার পর মঙ্গলবার (১০ জুন) জার্মান ক্লাবটি আসন্ন ক্লাব বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে তার নাম অন্তর্ভূক্ত করেছে।


আগামী ১৭ জুন বিশ্বকাপে ডর্টমুন্ড গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন