বড় জয়ের পরের ম্যাচেই ধাক্কা খেল বাংলাদেশ

২ সপ্তাহ আগে
শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ যুব দল। তবে পরের ম্যাচেই ধাক্কা খেল আজিজুল হাকিমের দল। কলম্বোয় আজ (৫ মে) সিরিজের পঞ্চম ম্যাচে ২৭ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মাঝারি লক্ষ্য তাড়ায় টপ অর্ডারের বিপর্যয়ে শুরুতেই লড়াই থেকে ছিটকে যায় যুব টাইগাররা। তবে মিডল অর্ডারের লড়াইয়ে আবার ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু শেষদিকে আবার ১৩ রানে ৪ উইকেট হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করে ইয়াং টাইগাররা।  

 

১৯৭ রান তাড়ায় দলীয় ১৭ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারের উইকেট হারায় বাংলাদেশ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার ৭ রান করে। আরেক ওপেনার কলিম সিদ্দিকি করেন ১ রান। বিপর্যয়ে হাল ধরতে পারেননি অধিনায়ক আজিজুল। ৮ বলে ৪ রান করে দলীয় ১৭ রানে ফেরেন তিনিও।

 

গত ম্যাচে ফিফটির দেখা পাওয়া রিজান হোসেন মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে চতুর্থ উইকেটে ৩৪ রান যোগ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি রিজান। ৫০ বলে ২৫ রান করে চামুদিতার বলে আউট হন তিনি।

 

পরের উইকেটেও জুটির দেখা পায় বাংলাদেশ। কিন্তু এউই জুটিও ৫০ পার হতে পারেনি। আব্দুল্লাহ এবং দেবাশিষ দেবার জুটি ভাঙে ৩২ রান করে আব্দুল্লাহ ফিরলে। ২৪ রান করে দেবা থামেন দলীয় ১০৫ রানে।

 

১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়ার পর বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান ফরিদ হাসান এবং সাইমুন বশির। সাইমুন খেলেছেন আক্রমণাত্মক এক ইনিংস। ২৬ বলে ২ ছক্কা ও ৪ চারে ৩৭ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে ফরিকে নিয়ে গড়েন ৫১ রানের জুটি। তবে বাংলাদেশকে লড়াইয়ে এগিয়ে দিয়েই ফেরেন সাইমুন।

 

আরও পড়ুন: আইসিসির মাসসেরার মনোনয়নে মেহেদী মিরাজ

 

সাইমুনের বিদায়ের পর ১ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে ১২ রান যোগ করেন ফরিদ। তবে সাদ ইসলাম রান আউট হয়ে যাওয়ায় অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় তাকে। ১৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

 

এর আগে টস জিতে ব্যাটিং নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। ওপেনিং জুটি থেকে ৩৫ রান আসে তাদের। তবে এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু হয় তাদের। ১১৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফ্যটে চলে যায় স্বাগতিকরা।  

 

৪৪ বলে ২৮ রান করেন ওপেনার সুহাস ফার্নান্দো, ২৯ বলে ২৮ রান করেন চামিকা হিনাতিগালা।

 

ষষ্ঠ উইকেটে আধাম হিলমিকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক ভিমাথ দিনসারা। তবে ব্যক্তিগত ৪২ রানে দিনসারার বিদায়ের পর আবারও ব্যাটিং ধসের মুখে পড়ে শ্রীলঙ্কা। অধিনায়কের বিদায়ের পর ১৩ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় লঙ্কানরা।

 

১৬৪ রানে ৯ উইকেট হারানোর পর লঙ্কানদের ১৯৬ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব পুরোটাই হিলমির। এক প্রান্তে ঝোড়ো ব্যাটিং করে দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক সংগ্রহ এনে দেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৫৯ বলে ৫১ রান করে আউট হন হিলমি। শেষ পর্যন্ত এই ইনিংসই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন