যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার বলেন যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যূত করতে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীটি সবার আগে এগিয়ে আসে আমেরিকান কর্মকর্তারা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলছেন তবে তাদেরকে যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে।
ব্লিংকেন হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কর্মকর্তা যিনি বাইডেন প্রশাসন এবং আসাদকে গত রবিবার ক্ষমতাচ্যূতকারী সশস্ত্র বিরোধী গোষ্ঠীর জোটের নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস’এর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করলেন।
জর্দানের আকাবায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ব্লিংকেন এই যোগাযোগের বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তবে বলেন ওই গোষ্ঠীটির আচরণ এবং অন্তর্বর্তী সময়ে তারা কি ভাবে শাসন পরিচালনা করবে সে সম্পর্কে তাদের কাছে যুক্তরাষ্ট্রের এই বার্তাটি পাঠানো জরুরি ছিল।
ব্লিংকেন বলেন, “হ্যাঁ, আমরা এইচটিএস ও অন্যান্য দলের সঙ্গে যোগযোগ বজায় রেখেছি”। তিনি আরও বলেন, “ সিরিয়ার জনগণের প্রতি আমাদের বার্তা হচ্ছে এই যে: আমরা চাই তারা সফল হোক , আর সে জন্য আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত আছি”।
এক সময়ে আল ক্বায়দার সঙ্গে সম্পৃক্ত এইটিএস’কে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছিল এবং তাদেরকে কোন রকম বস্তুগত সহায়তা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এই নিষেধাজ্ঞায় তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপরে আইনত কোন বিধিনিষেধ নেই।
এইচটিএস দামেস্ক দখলের পর নিরাপত্তা স্থাপনের জন্য এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করেছে এবং বিদ্রোহীদের মধ্যে উগ্রবাদী জিহাদিদের নিয়ে জনগণের উদ্বেগের মুখে তাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে । বিদ্রোহীরা বলছে তারা উগ্রবাদীদের সঙ্গে তাদের অতীতের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে।
এই গোষ্ঠীটির নেতা, আহমাদ আল-শারা , যিনি আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন তিনি শুক্রবার এক ভিডিও বার্তায় “ এই আশীর্বাদপুষ্ট বিজয়ের জন্য সিরিয়ার মহান জনগণকে” অভিনন্দন জানান।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন শারা সংখ্যালঘু এবং নারীদের অধিকার সুরক্ষার জন্য খুব ভাল মন্তব্য করছেন তবে তারা এ ব্যাপারে সংশয় পোষণ করেন যে সুদূর ভবিষ্যতে তারা এটি অনুসরণ করতে পারবেন কীনা।
শুক্রবার বিদ্রোহীরা এবং সিরিয়ার নিরস্ত্র বিরোধীদলরা , একজন আমেরিকানকে নিরাপদে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার জন্য কাজ করে যাচ্ছেন । তাকে আসাদ কারারুদ্ধ করেছিলেন।