ব্রোঞ্জের পর রুপা জিতলেন সামিউল

১ সপ্তাহে আগে

দিনকে দিন উন্নতি করে চলেছেন সামিউল ইসলাম। স্বীকৃতিও পাচ্ছেন। থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের এই সাঁতারু। আজ রবিবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিতেছেন। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে দ্বিতীয় হতে সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড, যা এই ইভেন্টে তার ক্যারিয়ার সেরা টাইমিং। এর আগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে তার টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। এই ইভেন্টে ২৬.৫৬... বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন