ব্রিটেনের গ্রামে সামরিক কুকুরদের বিশেষ প্রশিক্ষণ

২ সপ্তাহ আগে
পাঁচশোর বেশি কুকরকে দৌড় করানো হয়েছে কেননা সে দেশের মধ্যাঞ্চলে একটি প্রতিষ্ঠানে সেনা বাহিনীর হয়ে কাজ করার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার, ৭ নভেম্বর। ব্রিটিশ সেনাবাহিনী নিজের দেশে ও বিদেশে তাদের অভিযানে নানা প্রজাতির কুকুর ব্যবহার করে; এই প্রজাতিগুলির মধ্যে রয়েছে জার্মান, বেলজিয়ান ও ডাচ শেফার্ড, স্প্রিঞ্জার স্প্যানিয়েল ও ল্যাব্রাডর। বিস্ফোরক, অস্ত্র, মাদক ও গাড়ি শনাক্ত করতে এই দুঃসাহসী কুকুরগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কাজগুলি তাদের সামরিক কর্তব্যের অংশ।   এগুলি তাদের সেনা হ্যান্ডলারদের রক্ষাকর্তা হিসেবেও কাজ করে থাকে। (রয়টার্স)
সম্পূর্ণ পড়ুন