রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের একটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গোলাম মহিউদ্দিন নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) রাতে মহিউদ্দিন গণিশাহ মাজারে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। পরে তার মরদেহ উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের পুকুরে ভেসে উঠে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মহিউদ্দিনের মরদেহ দুপুরে উদ্ধার করেন। পরে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: পটুয়াখালী পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।