রোববার (১৫ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই ডাক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, দুপুর ১টার দিকে শশই এলাকায় সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক ঘটনাস্থলেই মারা যান। সোহাগের ঠিকানা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।