রোববার (২০ জুলাই) দুপুরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
ইমামবাড়ি রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, স্টেশনের আউটার এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে ওই নারী কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মা নিহত
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ইমামবাড়ি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।