নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, থোল্লাকান্দি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে এক শিশুর মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। শিশুটির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমকি সুরতহালে ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৭/৮ হবে।
আরও পড়ুন: ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ, গ্রেফতার ২
তিনি আরো জানান, ঘটনাস্থলের পাশে একটি মাজার রয়েছে। সেখানে এসে শিশুটি নিখোঁজ হয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।