ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

৬ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ভাসমান শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, থোল্লাকান্দি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে এক শিশুর মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। শিশুটির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমকি সুরতহালে ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৭/৮ হবে।

 

আরও পড়ুন: ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণ, গ্রেফতার ২


তিনি আরো জানান, ঘটনাস্থলের পাশে একটি মাজার রয়েছে। সেখানে এসে শিশুটি নিখোঁজ হয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন