ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

৩ সপ্তাহ আগে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাঠানপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এই সংর্ঘষ চলে। সংঘর্ষ চলাকালে সরাইল -নাসিরনগর আঞ্চলিক সড়কে অন্তত ২ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সরাইল পাঠানপাড়া এলাকায় শিশুদের জন্য বিভিন্ন রাইট স্থাপন করে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে উঠে। ঈদুল আজহা উপলক্ষ্যে এই রাইড গুলোতে উপচে পড়া ভিড় ছিলো। সেখানে এরাবিয়ান ফুচকা হাউজ নামে একটি প্রতিষ্ঠানে কোট্টাপাড়া এলাকার রাব্বী নামে এক যুবক ফুচকা খায়। 

 

আরও পড়ুন: পর্যটকদের পদচারণায় মুখর রাঙ্গামাটি

 

পরে ওই যুবক হাত মোছার জন্য টিস্যু চায় এক কর্মীর কাছে। টিস্যু নেই জানালে এ নিয়ে প্রতিষ্ঠানটির মালিক মজিবুর পাঠানের সাথে ওই যুবকের কথা কাটাকাটি হয়। পরে ঘটনাটি হাতাহাতি পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে এ ঘটনার খবর তাদের নিজ নিজ এলাকা কোট্টাপাড়া এবং পাঠান পাড়ায় ছড়িয়ে পড়ে। 

 

পরে দুই পক্ষ দুই দলে বিভক্ত হয়ে রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। 

 

আরও পড়ুন: নির্বাচনের সময় ঘোষণার পর বিভ্রান্তি কেটে গেছে: জামায়াত নেতা

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। তবে তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ঘটনা সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন