ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি জমা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, জমি জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ধীতপুর ইউনিয়নের পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. ফরহাদ ও একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার সংঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুপক্ষের মাঝে সংঘর্ষ চলছিল। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।


খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদেরকে সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে  জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে আজ রোববার সকালে এ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

]]>
সম্পূর্ণ পড়ুন