ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৫৯ প্রার্থী বৈধ, বাতিল ১৩

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়া ৬টি সংসদীয় আসনে মোট ৭২ জন প্রার্থীর মধ্যে ৫৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা সবাই স্বতন্ত্র।

রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়ন দাখিলকৃত মোট ১২ জন প্রার্থীর মধ্যে ১০টি মনোনয়ন বৈধ এবং দুটি বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন, হাবিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম।


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, একই আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


আরও পড়ুন: গাইবান্ধায় জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর আংশিক) আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৪ জনের মনোনয়নপত্র ১ শতাংশ ভোটার তালিকায় গরমিল থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী ওমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে এই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিএনপি প্রার্থীরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও জেলা বিএনপি মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া। এ আসনে অন্যদলের প্রার্থীদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) নাসিরুদ্দিন হাজারীর মনোনয়নপত্রটি এক পার্সেন্ট ভোটার তালিকায় গরমিল থাকায় বাতিল করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে ছিলেন। এর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আব্দুল মান্নান একই আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসন থেকে মুছা সিরাজী নামে একজন স্বতন্ত্র প্রার্থীর এক পার্সেন্ট ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাসহ ৩০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৬

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিসহ মোট ১৫ জনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে এক পার্সেন্ট ভোটে গরমিল থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির জোট প্রার্থী জুনায়েদ সাকির সঙ্গে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক রয়েছেন। এছাড়া বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন।


 

]]>
সম্পূর্ণ পড়ুন