রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়ন দাখিলকৃত মোট ১২ জন প্রার্থীর মধ্যে ১০টি মনোনয়ন বৈধ এবং দুটি বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন, হাবিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, একই আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর আংশিক) আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৪ জনের মনোনয়নপত্র ১ শতাংশ ভোটার তালিকায় গরমিল থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী ওমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে এই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিএনপি প্রার্থীরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও জেলা বিএনপি মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া। এ আসনে অন্যদলের প্রার্থীদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) নাসিরুদ্দিন হাজারীর মনোনয়নপত্রটি এক পার্সেন্ট ভোটার তালিকায় গরমিল থাকায় বাতিল করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে ছিলেন। এর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আব্দুল মান্নান একই আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসন থেকে মুছা সিরাজী নামে একজন স্বতন্ত্র প্রার্থীর এক পার্সেন্ট ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাসহ ৩০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৬
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিসহ মোট ১৫ জনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে এক পার্সেন্ট ভোটে গরমিল থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির জোট প্রার্থী জুনায়েদ সাকির সঙ্গে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক রয়েছেন। এছাড়া বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·