শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের ঔষধ ব্যবসায়ীদের আয়োজনে মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাকর্মীরাসহ সব ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যবসায়ী নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী খোকন খান, সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সানাউল হক ভূঁইয়া ও সহ-সভাপতি এইচ এম মুরাদ প্রমুখ।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হাসপাতাল সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন।
আরও পড়ুন: নড়াইলে প্রতিবন্ধী দোকানীকে কারাদণ্ড: ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানববন্ধন
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের দোকানগুলো বৈধ। মার্কেটের চুক্তিনামা মূলে দোকানগুলো বৈধ। ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দোকানগুলোর বিষয়ে পৃথক-পৃথক চুক্তি হয়। প্রত্যেক দোকানের বিপরীতে তৎকালীন সময়ে ২৮ হাজার টাকায় চুক্তি হয়। আমরা দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে এখানে ঔষধের ব্যবসা করে আসছি।
তারা আরও বলেন, এই ব্যবসার মাধ্যমেই আমাদের সন্তানদের পড়াশোনা ও পরিবারের ভরনপোষণ চলে। আমরা নিয়মিত দোকানে ভাড়া পরিশোধ করে আসছি। কিন্তু গত দুই মাস ধরে কলেজ কর্তৃপক্ষ আমাদের ভাড়া নেয়া বন্ধ করে দেয়। আমরা তখন বিষয়টি বুঝতে পারিনি। কারণ কলেজ কর্তৃপক্ষ প্রায় দুই মাস পরপর দোকানে ভাড়া নেয়। কিন্তু এবার ভাড়া বন্ধ করে দিয়ে হঠাৎ দোকান উচ্ছেদ করার কথা বলেছে। আমাদের চুক্তি অনুযায়ী অন্তত ছয় মাস আগে আমাদের নোটিশ দিতে হবে। কিন্তু তারা সেটি না করেই আমাদের হঠাৎ উচ্ছেদের কথা বলছে। কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিশে বৈধ দোকানঘর উচ্ছেদ করে সাধারণ ব্যবসায়ীদের জীবিকার পথ বন্ধ করেছে। যা অমানবিক ও অবৈধ। বক্তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান।

 ১ সপ্তাহে আগে
                        ৪
                        ১ সপ্তাহে আগে
                        ৪
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·