ব্রাজিলের হেক্সা পূরণে আনচেলত্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত কাফু

৩ সপ্তাহ আগে
কার্লো আনচেলত্তির হাত ধরেই ঘুচবে ২৪ বছরের অপেক্ষা। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জিতবে ব্রাজিল। ইতালিয়ান কোচকে নিয়ে এমনই উচ্চাশা বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর। ব্রাজিলকে হেক্সা এনে দিতে প্রয়োজনে আনচেলত্তির সঙ্গে কাজ করতেও প্রস্তুত সাবেক এই ফুটবলার। দ্রুতই ইনজুরি কাটিয়ে ফিরবেন নেইমার, সঙ্গে ২০২৬ বিশ্বকাপেও তিনি দলে থাকবেন বলে বিশ্বাস কাফুর।

ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের সবশেষটি এসেছিল তার হাত ধরেই। মার্কোস এভানজেলিস্তা দে মোরাইস। যাকে বিশ্ব চেনে কাফু নামে। ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাইট ব্যাকদের একজন কাফু। এরপর আরও ৫টি বিশ্ব আসর পার হয়েছে। পূরণ হয়নি সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন। আরেকটা বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। কার্লো আনচেলত্তিকে ঘিরে ব্রাজিলিয়ানদের আশার পালে লেগেছে নতুন হাওয়া।

 

ক্লাব পর্যায়ে এমন কোনো অর্জন বাকি নেই যা ছুঁয়ে দেখা হয়নি ইতালিয়ান কোচের। সর্বকালের সেরাদের কাতারে বিবেচনা করা হয় ডন কার্লোকে। সাবেক রিয়াল বসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ব্রাজিলকে সবশেষ বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কাফু। আনচেলত্তির অধীনে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ভিনি-রাফিনিয়ারা। এরই মধ্যে নতুন কোচকে ফোন করে শুভকামনা জানিয়েছেন কাফু। প্রয়োজনে তার কোচিং স্টাফে কাজ করতেও প্রস্তুত বলে জানান ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

 

তিনি বলেন, ‘সবাই চায় কার্লোর হাত ধরেই ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতুক। আমরা গত ২৪ বছর ধরে শিরোপা জিততে পারিনি। কার্লোই সেই ব্যক্তি যিনি আমাদের লক্ষ্য পূরণ করতে পারেন। আমি তাকে শুভকামনা জানাতে ফোন করেছি। তার সঙ্গে কাজ করতে পারাটা দারুণ হবে। যদি সে তা চায়, আমি সবসময় প্রস্তুত।’

 

আরও পড়ুন: নিজের সাবেক ক্লাবে কোচ হয়ে ফিরছেন আর্জেন্টাইন মিডফিল্ডার

 

কার্লোর অধীনে খেলা দুই ম্যাচেই ব্রাজিলের উন্নতি ছাপ দেখেছেন কাফু। সামনের ম্যাচগুলোতে রক্ষণে আরও একটু মনযোগী হলে, ব্রাজিল পুরনো রুপে ফিরবে বলেই বিশ্বাস তার।

 

বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক অধিনায়ক বলেন, ‘কার্লোর অধীনে দল রক্ষণাত্মকভাবে বেশ উন্নতি করেছে। যদি সে আমাদের রক্ষণ পুরোপুরি ঠিক করতে পারে, তাহলে সেই পুরনো ব্রাজিলকে দেখা যাবে। আমাদের আক্রমণভাগে রদ্রিগো, ভিনিসিয়ুস, রাফিনিয়া আছে। বাকিরাও দারুণ। সব মিলিয়ে অ্যাটাকিংয়ে যথেষ্ট প্রতিভা আছে।’

 

কাফু কথা বলেছেন নেইমার প্রসঙ্গেও। ইনজুরির কারণে ২০ মাস ব্রাজিলের বিখ্যাত জার্সি গায়ে জড়ানো হয়নি সান্তোস তারকার। ২০২৬ বিশ্বকাপে আদতে তাকে দেখা যাবে কি না, সে সংশয়ও উড়িয়ে দেওয়া যায় না। তবে কাফুর বিশ্বাস, গ্রেটেস্ট শো অন আর্থের আগেই ফুল ফিট হবেন নেইমার। ২০২৬ বিশ্বকাপ শুধু খেলবেনই না, নেইমার বিশ্বকাপ জিতে অর্জনের বৃত্ত পূরণ করবেন বলে বিশ্বাস কাফুর।

 

তিনি বলেন, ‘নেইমার বিশ্বকাপ ছাড়া সবকিছু জিতেছে। আর বিশ্বকাপ একা জেতা সম্ভব নয়। এখন আমাদের এমন একটি দল আছে যারা নেইমারকে সবটুকু দিয়ে সাপোর্ট দেবে। আমি আশা করি সে ফিটনেস ফিরে পাবে এবং ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে।’

 

আরও পড়ুন: ভিনিসিউসের সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে চারজনের সাজা

 

ব্রাজিলের হয়ে দুটি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকা ছাড়াও ফিফা কনফেডারেশন্স জিতেছেন কাফু।

]]>
সম্পূর্ণ পড়ুন