ক্লাব বিশ্বকাপে নেই বার্সেলোনা। নেই জাতীয় দলের ব্যস্ততাও। নতুন মৌসুম শুরুর আগে তাই ছুটির সময়টা বিভিন্ন দেশে ঘুরে উপভোগ করছেন স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল।
১৭ বছর বয়সী বিস্ময়বালক সম্প্রতি ইতালি ভ্রমণে গিয়ে আলোচনায় এসেছিলেন ৩০ বছরের এক মডেলের সঙ্গে ‘ডেট’ করে। এবার নতুন করে আলোচনায় রিও ডি জেনেইরোতে ব্রাজিলিয়ান নেইমারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে।
আরও পড়ুন: ম্যারাডোনার মৃত্যুরহস্য নিয়ে আর্জেন্টিনার নতুন আদালতে বিচার শুরু
সাবেক বার্সা তারকা ও শৈশবের এ আইডলের সঙ্গে ব্রাজিলে একাধিক মুহূর্ত উপভোগ করেছেন ইয়ামাল। দুজনকে বিচে ফুটভলি খেলতে দেখা গেছে। একসঙ্গে খেলেছেন বাস্কেটবল আর্কেড গেমস, গলফ কার্টে ঘুরে বেড়ানোর পর পুলেও ভিজেছেন। সবশেষ দুজন দুজনকে বিদায় জানিয়েছেন নিজেদের জার্সি বিনিময় করে। পুরো দিনের ঝটিকা চিত্র নিজের ইনস্টগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নেইমার।
ইয়ামালের মতো ছুটি কাটাচ্ছেন নেইমারও। তার দল সান্তোসও নেই ক্লাব বিশ্বকাপে। অবশ্য ক্লাবটির সঙ্গে মেয়াদ শেষে তিনি চুক্তি নবায়ন করবেন কি না, তা নিয়ে চলছে আলোচনা। গুঞ্জন আছে, নতুন মৌসুমের আগে ইন্টার মায়ামি কিংবা ইউরোপের কোনো ক্লাবে যোগ দিতে পারেন নেইমার।
]]>