শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান কোচ দলের সঙ্গে কাতারে আসেননি। বসুন্ধরা কিংসে যোগ না দিয়ে গেছেন ইরাকের ক্লাবে। এ ছাড়া ঢাকার দলটিতে রয়েছে নানান সমস্যা। এত কিছুর পরও সিরিয়ার আল কারামাহকে ঠিকই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ম্যাচ জিতেছে তপু-রাকিবরা। এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইয়ে মোহামেডান থেকে আসা ইমানুয়েল সানডের দেওয়া গোলে কিংস ১-০ ব্যবধানে আল কারামাহকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে।
কাতারের দোহাতে সিরিয়ার আল... বিস্তারিত