সব জ্বল্পনার অবসান ঘটিয়ে এবারের ব্যালন ডি’অর জিতেছেন ফ্রান্সের ফুটবলার উসমান দেম্বেলে। ২০২৪-২৫ মৌসুমের পুরস্কার যে তার হাতেই উঠবে, এটা অবশ্য আগে থেকেই অনেকটা নিশ্চিতই ছিল। সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ১০ জনের একটি তালিকায় কেবলই ছিল দ্বিধা। সেটা কেটে গেছে প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে রোনালদিনিওর হাত থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর গ্রহণ করেন দেম্বেলে।
তবে কোন দেশের খেলোয়াড় সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর জিতেছেন, সে হিসেবেও কিন্তু যৌথভাবে শীর্ষে পৌঁছে গেছে দেম্বেলের ফ্রান্স। এতদিন এ তালিকায় সবার শীর্ষে ছিল আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনার আর কোনো খেলোয়াড় এখন পর্যন্ত ব্যালন ডি’অর জেতেননি।
ক্যারিয়ারে মেসির ব্যালন ডি’অর সংখ্যা মোট ৮টি। তার চেয়ে বেশিবার এই পুরস্কার জেতেননি আর কোনো ফুটবলার। তবে মেসির পরে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি ব্যালন ডি’অর জিতেছেন মোট ৫টি।
আরও পড়ুন: রাফিনিয়ার পঞ্চম হওয়াটা হাস্যকর: নেইমার
ব্যালন ডি’অর জয়ের তালিকায় আর্জেন্টিনা ও ফ্রান্স যৌথভাবে এখন শীর্ষে আছে। ফ্রান্সের মোট ৫ জন ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন ৮টি। তার মধ্যে মাইকেল প্লাতিনি ব্যালন ডি’অর জিতেছেন ৩টি। এছাড়া রেমন্ড কোপা, জিনেদিন জিদান, জিন পিয়েরে পাপিন ও করিম বেনজেমা একবার করে এই পুরস্কার জিতেছেন।
এ তালিকায় ৩ নম্বরে আছে যৌথভাবে জার্মানি, নেদারল্যান্ডস ও পর্তুগাল। এই তিন দেশের ফুটবলাররা ৭ বার করে ব্যালন ডি’অর জিতেছেন। জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও কার্ল হেইনজ রুমেনিগে দুটি করে ব্যালন ডি’অর জিতেছেন। এছাড়া গার্ড মুলার, লোথার ম্যাথাউস ও ম্যাথিয়াস সামার জিতেছেন একবার করে।
নেদারল্যান্ডসের জোহান ক্রুইফ ও মার্কো ফন বাস্তেন ৩টি করে ব্যালন ডি’অর জিতেছেন। এছাড়া রুদ গুলিট জিতেছেন একটি ব্যালন ডি’অর। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন ৫টি। এছাড়া ইউসেবিও দা সিলভা ও লুইস ফিগো জিতেছেন একটি করে।
ইতালিতে গেছে ৫টি ব্যালন ডি’অর। জিয়ান্নি রিভেরা, রবার্তো ব্যাজিও, পাওলো রোসি, ওমর সিভোরি ও ফ্যাবিও ক্যানাভারো একটি করে ব্যালন ডি’অর জিতেছেন। এছাড়া ব্রাজিলের ৩ জন ফুটবলার মোট ৫টি ব্যালন ডি’অর জিতেছেন। এর মধ্যে রোনালদো জিতেছেন ২টি ব্যালন ডি’অর। রোনালদিনিও, রিভালদো ও কাকা একটি করে ব্যালন ডি’অর জিতেছেন।
আরও পড়ুন: ব্যালন ডি’অর জিতে কোচের সঙ্গে জিদান-বেনজামাদেরও কৃতজ্ঞতা দেম্বেলের
ইংল্যান্ডের কেভিন কিগান ব্যালন ডি’অর জিতেছেন ২টি, স্যার ববি চার্লটন, স্যার স্ট্যানলি ম্যাথিউস ও মাইকেল ওয়েন জিতেছেন ১টি করে। স্পেনের ৩ জন ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন। তার মধ্যে আলফ্রেদো দি স্টেফানো দুবার, লুইজ সুয়ারেজ ও রদ্রি জিতেছেন একবার করে।
তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের হয়ে লেভ ইয়াশিন, ওলেগ ব্লখিন ও ইগোর বেলানোভ একটি করে ব্যালন ডি’অর জিতেছেন। এছাড়া চেক রিপাবলিকের পাভেল নেদভেদ ও চেকোস্লোভাকিয়ার জোসেফ মাসোপাস্ট একবার করে ব্যালন ডি’অর জিতেছেন। ১৯১৮ সালের অক্টোবর থেকে ১৯৯২ সাল পর্যন্ত সার্বভৌম রাষ্ট্র হিসেবে অস্তিত্বশীল ছিল এই রাষ্ট্রের। তবে ১৯৯৩ সালে এই রাষ্ট্র বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামক দুটি রাষ্ট্র গঠিত হয়।
এছাড়া বুলগেলিয়ার রিস্টো স্টইচকভ, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, ডেনমার্কের অ্যালান সিমনসেন, লাইবেরিয়ার জর্জ ওয়েহ, নর্দান আয়ারল্যান্ডের জর্জ বেস্ট, হাঙ্গেরির ফ্লোরিয়ান আলবার্ট, স্কটল্যান্ডের ডেনিস ল এবং ইউক্রেনের অ্যান্ড্রি শেভচেস্কো একটি করে ব্যালন ডি’অর জিতেছেন।
]]>