ব্যালন ডি’অর জিতে কোচের সঙ্গে জিদান-বেনজামাদেরও কৃতজ্ঞতা দেম্বেলের

১ সপ্তাহে আগে
ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি অর ট্রফি জেতায়, উচ্ছ্বাস প্রকাশ করেছেন উসমান দেম্বেলে। জিদান-বেনজামাদের প্রতি নিজের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। বার্সেলোনা থেকে তাকে পিএসজিতে নিয়ে আসার জন্য ক্লাব কর্তৃপক্ষ এবং তার ওপর বিশ্বাস রাখার জন্য কোচ লুইস এনরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই ফরোয়ার্ড। প্রতিদ্বন্দ্বী লামিনে ইয়ামালকে শুভকামনা জানালেও, যোগ্যতার হিসেবেই যে পুরস্কারটা জিতেছেন তা বলতে ভুলেননি উসমান দেম্বেলে।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালিদিনিও মঞ্চে আসতেই দ্বিধান্বিত পুরো থিয়েটার দ্যু শাতলে। কার হাতে উঠবে এবারের স্বর্ণ গোলক ? কারণ ব্যালন ডি অরের ইতিহাস বলে, ক্লাব কিংবদন্তির হাত ধরেই পুরষ্কারটি পেয়ে আসছেন ফুটবলাররা। কিন্তু এই ব্রাজিলিয়ান যে খেলেছেন বার্সেলোনা-পিএসজি দুই ক্লাবেই। দুই জায়গাতেই তাকে দেওয়া হয় কিংবদন্তির মর্যাদা।

 

তাই, খুব বেশি দেরি না করে দ্রুতই তিনি জানিয়ে দিলেন কে এবারের ভাগ্যবান। তার আগেই অবশ্য সমর্থকদের চ্যান্ট পৌঁছে গিয়েছিল মঞ্চে। ব্যালন ডি অ'রের এবারের জয়ী উসমান ডেম্বেলে। স্বপ্নের ট্রফি হাতে নিয়ে নিজের আবেগ লুকানোর বৃথা চেষ্টা করেননি ফরাসি। মন খুলে জানিয়েছেন নিজের অনুভূতির কথা।

 

দেম্বেলে বলেন, ‘আমি কাঁদতে চাই না। আমাকে শক্ত থাকতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি, বেশিক্ষণ সক্ত থাকতে পারব না। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই কৃতিত্ব আমার একার নয়। পরিবার, আমার সতীর্থ এবং বিশেষ করে কোচ এনরিকে আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছেন। ২০২৫ এর মতো মৌসুম সব ফুটবলারদের স্বপ্ন। আমি সে স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরেছি তার হাত ধরে।’

 

আরও পড়ুন: এই সম্মান তোমারই প্রাপ্য—দেম্বেলেকে মেসি

 

ষষ্ঠ ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর হাতে তুলে নিয়েছেন দেম্বেলে। তাই মঞ্চে দাঁড়িয়ে অগ্রজদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। বিশেষ করে, তার ফুটবল ক্যারিয়ারে বিশেষ অবদানের জন্য ধন্যবাদ দিলেন করিম বেনজামা এবং জিনেদিন জিদানকে।

 

পিএসজির এ তারকা বলেন, ‘ক্যারিয়ারে এমন একটা দিনের কথা শুধু স্বপ্নেই ভেবেছি। আমি বেনজামা-জিদান, তাদের দেখে ফুটবল খেলায় এসেছি। আজ সেইসব কিংবদন্তিদের সঙ্গে আমার নাম উচ্চারিত হচ্ছে এটা অসাধারণ। আমি আশা করব, আরো ফরাসি ফুটবলার এই তালিকায় যোগ দেবেন।’

 

বার্সেলোনায় ছিলেন ছয়-ছয়টা বছর। কিন্তু পারফরম্যান্সের কারণে কখনই আসতে পারেননি আলোচনায়। আজ সেই ক্লাবের একজনকে হারিয়ে পুরস্কার জেতায়, উচ্ছ্বাসটাও ছিল একটু আলাদা দেম্বেলের জন্য।

 

ফরাসি তারকা বলেন, ‘লামিনে দুর্দান্ত একজন ফুটবলার। পুরো মৌসুম সে খুব ভালো খেলেছে। কিন্তু আমার ২০২৫ মৌসুমটা অন্যরকম কেটেছে। আমি যোগ্যতর হিসেবেই ট্রফিটা জিতেছি বলে বিশ্বাস করি। আমি চাইব এরকম মৌসুম বার বার ফিরে আসুক।’

 

আরও পড়ুন: ‘সবচেয়ে বড় নৈতিক ক্ষতি’–দেম্বেলের জয়ে নাখোশ ইয়ামালের বাবা

 

এদিকে, উসমান দেম্বেলের এমন আনন্দের দিনে সুখবর দিতে পারেনি পিএসজি। পুরস্কারের মঞ্চে আলো ছড়ালেও লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে হেরেছে প্যারিসিয়ানরা।

]]>
সম্পূর্ণ পড়ুন