ডেজার্ট ভাইপার্সের দুই ওপেনার ফখর জামান এবং আন্দ্রেস গৌস মিলে ওপেনিং জুটিতে তোলেন ১৫৭ রান। ৫০ বলে ৬৯ রান করেন ফখর। গৌস হাঁকান দারুণ এক সেঞ্চুরি। ৫৮ বলে ১২০ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। ১২ বলে ৩৮ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন স্যাম কারান।
ইনিংসের ৭ম ওভারে বল করতে এসে সাকিব আল হাসান দেন ১০ রান। উইকেট নিতে পারেননি। এমিরেটসের হয়ে একমাত্র উইকেট নেন এএম গাজানফার।
আরও পড়ুন: শ্রীলঙ্কার পেস বোলিং পরামর্শক হিসেবে নিযুক্ত হলেন মালিঙ্গা
জবাব দিতে নেমে ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলেন এমিরেটস ওপেনার মোহাম্মদ ওয়াসিম। তিনে নেমে টম ব্যান্টন খেলেছেন ২৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস। তবুও শেষ রক্ষা হয়নি। মাঝের ব্যাটারদের ব্যর্থতায় টপাটপ উইকেট হারিয়েছে এমিরেটস।
সাকিব ৬ বলে ৮ রান করেন। শেষ দিকে রোমারিও শেফার্ডের ২৩ বলে অপরাজিত ৩৯ রান হারের ব্যবধান কমিয়েছে শুধু। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানে থামে এমিরেটস। ৪৫ রানে জিতেছে ভাইপার্স। ভাইপার্সের হয়ে ৩ উইকেট নেন উসমান তারিক।
এই জয়ে ফাইনালে চলে গেল ভাইপার্স। হেরেও বিদায় নিচ্ছে না সাকিবদের এমিরেটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। সেখানে জিতলে চলে যাবে ফাইনালে।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·