'ব্যাকফুটে থাকা' ভারতও অনেক শক্তিশালী: লাবুশেন

১ দিন আগে
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। অপ্রত্যাশিত সিরিজ হারের পর কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে রোহিত শর্মার দলকে। খাদের কিনারায় থাকা সেই মনোবল নিয়েই এবার অস্ট্রেলিয়া সফরে গৌতম গম্ভীরের দল। এ সিরিজের পারফরম্যান্সের ওপর চাকরি নির্ভর করছে ভারতীয় কোচের।

পার্থে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে খেলছেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে এই টেস্ট থেকে ছুটি নিয়েছেন রোহিত। তার পরিবর্তে প্রথম টেস্টের দলে নেয়া হয়েছে দেবদূত পাড়িকালকে।   

 

তবে ভারতের দুঃসংবাদ এখানেই শেষ হচ্ছে না। পার্থে অনুশীলনের সময় ব্যথা পেয়ে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন শুভমান গিল। ইনজুরি আছে কোহলিরও। তবে স্বস্তির খবর, ফিট হয়েছেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে তার খেলা প্রায় নিশ্চিত। অবশ্য ভারতীয় দলের এমন নড়বড়ে অবস্থাতেও তাদের ছোট করে দেখছেন না অজি ব্যাটার মারনাস লাবুশেন। টানা তৃতীয় সিরিজ জয়ের খোঁজে অজিরা। ২২ নভেম্বর সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে তারাও।

 

আরও পড়ুন: জেল খাটার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটার

 

সংবাদ সম্মেলনে লাবুশেন বলেন, 'ভারত হোম সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলেও, তাদের দুর্বল ভাবলে ভুল হবে। এটা ঠিক তারা মানসিকভাবে কিছুটা ব্যাকফুটে আছে। অনেকে অনেক কথা বলছে ভারতকে নিয়ে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না এই দলটা যেকোনো সময়ে ঘুরে দাঁড়াতে জানে। ওদের দলে যে মানের ক্রিকেটার আছে তারা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে জয় বের করে আনতে জানে। তাই আমরা প্রস্তুতিতে কোনো কমতি রাখছি না। প্রস্তুতি আমাদের বেশ ভালো আছে। পার্থে ভালো শুরুর আশায় আছি আমরা।'  

 

ব্যাটিং অর্ডারে দীর্ঘদিন পর নিজের প্রিয় জায়গা অর্থাৎ চার নম্বরে ফিরেছেন স্টিভ স্মিথ। ১০৯ টেস্ট খেলা এই তারকা ৩২টি সেঞ্চুরির ১৯টিই পেয়েছেন চার নম্বরে ব্যাটিংয়ে নেমে। পার্থে প্রিয় পজিশনে দলের জয়ে ভূমিকা রাখবেন স্মিথ, এমনটাই আশা লাবুশেনের। টপ অর্ডারে অভিষেকের অপেক্ষায় থাকা নাথান ম্যাকশুয়াইনিকে নিয়েও বড় স্বপ্ন তার।    

 

আরও পড়ুন: বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে অস্ট্রেলিয়ার আম্পায়ার

 

এ প্রসঙ্গে লাবুশেন বলেন, 'স্মিথ তার প্রিয় জায়গা পেয়েছে। সে যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করে। পার্থে সে আরও দারুণ কিছু করবে আশা করছি। নাথান ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছে। টপ অর্ডারে নিজেকে প্রমাণ করতে সে সবটুকু দিয়ে প্রস্তুত।'  

]]>
সম্পূর্ণ পড়ুন