ব্যাংক থেকে ফেরার পথে গল্প জমিয়ে প্রবাসীর স্ত্রীর লাখ টাকা লুট

৬ দিন আগে
প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক নারী। এ সময় আরও কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমায়। এক পর্যায়ে ওই নারীর ব্যাগ থেকে হাতিয়ে নেয় এক লাখ টাকার একটি বান্ডিল।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা থেকে মঙ্গলবার ২ লাখ ৮৫ টাকার তোলেন পুরন্দর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদিকুরের স্ত্রী হোসনে আরা। ব্যাংকের বাইরে গিয়ে তিনি ডাবের পানি পান করছিলেন। এ সময় বোরখা পরা কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমায়।

 

আরও পড়ুন: উৎমাছড়া থেকে লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

 

এক পর্যায় ওই নারীর ভ্যানেটি ব্যাগ থেকে ১ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যায় এক নারী। বিষয়টি বুঝতে পেরে ওই নারীর খোঁজ করলে অন্যরাও কৌশলে সটকে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

 

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে বোরখা পরা নারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম ঠিকানা অনুসন্ধান করে আটক করার চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন