ব্যস্ততম একটি বছর পার করবে বাংলাদেশ ক্রিকেট দল

২ সপ্তাহ আগে
২০২৫ সালের পর ২০২৬ সালেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর হোম ও অ্যাওয়ে মিলিয়ে বাংলাদেশের রয়েছে বেশকিছু সিরিজ।

জানুয়ারি-মার্চ

বর্তমানে বিপিএলে ব্যস্ত আছেন ক্রিকেটাররা। বিপিএল চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। বিপিএল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।


বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সিরিজ পিএসএলের সাথে সংঘর্ষ হওয়ায় দুই ভাগে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বাংলাদেশে এসে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান।


এপ্রিল

এপ্রিলের শেষ দিকে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ।


জুন

জুনের শুরুর দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এবারও ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে অজিরা। জুনের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবে।


আরও পড়ুন: মালিঙ্গার সাফল্যে কীভাবে জড়িয়ে মুশফিক, সঠিক উত্তরে মিলবে উপহার 


জুলাই

অস্ট্রেলিয়া সিরিজ শেষে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। জুলাই মাসজুড়ে সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৫ ওয়ানডের সিরিজে মাঠে নামবে টাইগাররা।


আগস্ট

আগস্টের শুরুর দিকে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে টাইগাররা। আগস্টের শেষ দিকে আইরিশ সফর থেকে দেশে ফিরে আসবে বাংলাদেশ। এরপর কিছুটা বিরতি পাবে টাইগাররা।


অক্টোবর

অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। খেলবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।


নভেম্বর-ডিসেম্বর

নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। নভেম্বরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা গিয়ে ২ টেস্ট, ৩ ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষ হবে ডিসেম্বরের শুরুর দিকে। এই সিরিজ দিয়েই ২০২৬ সাল শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল।

]]>
সম্পূর্ণ পড়ুন