বৃহস্পতিবার (২৪ এপ্রিল) টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে পাটগাতী বাজারে দিনব্যাপী ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়।
এই মেলার মাধ্যমে উপজেলার ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ করেন।
এ মেলায় ব্যবসায়ীদের জন্য কিউআর কোড সম্বলিত ট্রেড লাইসেন্স দেওয়া হয়, যা তাদের সকল তথ্য ধারণ করবে। এখন থেকে ব্যবসায়ীদের পৌরসভায় গিয়ে লাইসেন্স করার প্রয়োজন হবে না।
আরও পড়ুন: গোপালগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
টুঙ্গিপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক মেলার উদ্বোধনকালে বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং অনলাইনে ট্রেড লাইসেন্স করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই লাইসেন্স নবায়ন বা নতুন লাইসেন্স পাবেন।’ তিনি আরও জানান, পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া লাইসেন্স দিতেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এম অটোমেশনের সিইও মো. রাকিব সরদার, পাটগাতী বাজার বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি শেখ জেহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ট্যাক্স অ্যাসোসিয়েট মোস্তাইন বিল্লাহ।
]]>