ব্যবসায়ী সোহাগ হত্যায় গ্রেফতার আরও ২

৩ সপ্তাহ আগে
রাজধানীর মিটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮) ।

 

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

 

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ ও র‌্যাব ৯ আসামিকে গ্রেফতার করে। নতুন করে আরও দুইজন গ্রেফতারে মোট ১১ গ্রেফতার হলো।

 

সোহাগ হত্যায় গ্রেফতার মো. পারভেজ ও মো. জহিরুল ইসলাম। ছবি ডিএমপি

 

আরও পড়ুন: সোহাগ হত্যা: এজাহার থেকে নাম বাদ দেয়া নিয়ে যা বলছে পুলিশ

 

প্রসঙ্গত, গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে, কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন